আলী হোসেন

  • নামঃ আলী হোসেন
  • পদবীঃ প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
  • যোগদানের তারিখঃ ০১/১০/২০২৩
  • ডিগ্রি অর্জনঃ বিএসসি(ইঞ্জিনিয়ারিং), কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • মোবাইলঃ +880 1737-859493
  • ইমেইলঃ alihossain.csecu@gmail.com
  • ইনডেক্স নং -
  • জনাব আলী হোসেন, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তিনি বামনী উচ্চ বিদ্যালয় থেকে ২০০৯ সালে এসএসসি, চট্টগ্রাম বিজ্ঞান কলেজ থেকে ২০১১ সালে এইসএসসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ থেকে ২০১৬ সালে বিএসসি(ইঞ্জিনিয়ারিং) পাশ করেন। শিক্ষকতা পেশার পাশাপাশি তিনি একজন ফুলস্ট্যাক ওয়েব এপ্লিকেশন ডেভেলপার, সখের বসে প্রোগ্রামিং করেন ও ভ্রমন করতে ভালোবাসেন। সফটওয়্যার প্রকৌশলী হিসেবে ঢাকায় একটি সফটওয়্যার কোম্পানিতে কর্ম জীবন শুরু করেন এবং পরে একটি প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকে ক্রেডিট অফিসার হিসেবে তিন বছর ঢাকায় চাকুরি করেন। পরবর্তীতে শিক্ষকতা পেশায় যোগদান করেন।

    Teacher Index No: N56878495