১৯৯৪ খ্রিস্টাব্দে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিনাঞ্চলের রামপুর ইউনিয়নে ছায়া ঢাকা, পাখি ডাকা, প্রাকৃতিক মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত হয় বামনী কলেজ। রামপুর এলাকাটি বামনী ( জনৈক ব্রাহ্মণ নারী ) নামেও পরিচিত । এতিহ্যবাহী এ এলাকাটি সব সময় শিক্ষা ও রাজনীতি সচেতন। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এ এলাকার অনেক মানুষ আমেরিকা, ইউরোপ , অস্ট্রেলিয়া সহ পৃথিবীর অনেক উন্নত দেশে একক কিংবা সপরিবারে বসবাস করছে। উপজেলায় একটি মাত্র সরকারি কলেজ থাকায় এবং তা অনেক দূরে হওয়ায় অত্র এলাকার মানুষের উচ্চ শিক্ষা গ্রহন ছিল অনেকটা কঠিন। প্রয়োজন বিবেচনায় ১৯৯৪ সনে এলাকার কতিপয় সচেতন ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং কতিপয় প্রবাসী ব্যক্তিবর্গ বিশেষ করে আমেরিকা প্রবাসীগণ কোম্পানীগঞ্জের দক্ষিনাঞ্চলের মানুষের জন্য উচ্চ শিক্ষা গ্রহন সহজ করতে বামনীতে একটি কলেজ প্রতিষ্ঠার উদ্যেগ গ্রহন করে।
১৯৯৫ খ্রিস্টাব্দে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির মাধ্যমে আনুষ্ঠানিক একাডেমিক কার্যক্রম শুরু করে অদ্যাবধি অত্যন্ত সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। কলেজের রয়েছে পাঁচ একর চৌষট্রি শতাংশ আয়তনের সুবিশাল ক্যাম্পাস। ১৯৯৭ খ্রিস্টাব্দ থেকে কলেজটি এমপিওভুক্ত। ২০১২ সালে কলেজটি ডিগ্রি পর্যায়ে উন্নীত হয়। বর্তমানে কলেজটি একাদশ শ্রেণি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত প্রায় ১২ শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে।
বামনী ডিগ্রি কলেজের রয়েছে একটি তিনতলা প্রশাসনিক কাম একাডেমিক ভবন, একটি চারতলা একডেমিক ভবন, একটি সেমি পাকা একডেমিক ভবন। এছাড়াও রয়েছে মসজিদ, ছাত্রী মিলনায়তন কাম প্রার্থনা কক্ষ, শহীদ মিনার । সুবিশাল ক্যাম্পাসে রয়েছে শান বাঁধানো ঘাটলা সহ দুইটি দৃষ্টি নন্দন দীঘি । রয়েছে সুন্দর খেলার মাঠ ও।।
( কলেজটি সম্পর্কে আরও জানতে ব্লগ পড়ুন)